1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
চৌধুরী ক্লিনিকের পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকের সার্বিক দায়িত্ব নিয়ে,মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ( ইউএনও ) ওয়াহিদা শাবাব । - Madaripur Sangbad 24
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০৯|

চৌধুরী ক্লিনিকের পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকের সার্বিক দায়িত্ব নিয়ে,মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ( ইউএনও ) ওয়াহিদা শাবাব ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে


মোঃ জসীম মিয়া
মাদারীপুর ।

মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে নেমে আসে তীব্র ক্ষোভ ও মানবিক আলোড়ন।
রোববার সকালে ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী সাথী বেগম টয়লেটের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। তাৎক্ষণিকভাবে তিনি রিসিপশনিস্ট স্বর্ণালী খন্দকারকে জানান এবং দু’জনে মিলে নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নবজাতকটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ। তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা ও পরিচর্যার আওতায় রাখা হয়েছে।
এদিকে জন্মের পরপরই সন্তানকে ফেলে যাওয়ার হৃদয়বিদারক ঘটনাটি এলাকাজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে। কেউ কেউ সন্তান পেতে বছরের পর বছর অপেক্ষা করেন, আবার কেউ নিজের সন্তানকে এভাবে ফেলে পালিয়ে যান,
এ দৃশ্য সমাজকে নাড়িয়ে দিয়েছে।
এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে পরিত্যক্ত নবজাতকটির সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। তিনি জানিয়েছেন, শিশুটির নিরাপদ চিকিৎসা, পরিচর্যা ও সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিশুটির মা ও পরিবারের পরিচয় শনাক্তে প্রশাসন ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।
স্থানীয়রা আশা করছেন, নবজাতকটি নিরাপদে বড় হবে এবং এমন নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি রোধে সমাজ আরও সচেতন হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com