1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা করেন মাদারীপুর জেলা প্রশাসন। - Madaripur Sangbad 24
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০৮|

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা করেন মাদারীপুর জেলা প্রশাসন।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে


মোঃ জসীম মিয়া
মাদারীপুর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করতে নির্বাচন প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় বিষয় নিয়ে মাদারীপুর জেলার গণমাধ্যম কর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা করেন মাদারীপুর জেলা প্রশাসন । বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১:০০ সময় জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে,প্রায় দুই ঘন্টা ধরে এই সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা ইউএনও ওয়াহিদা শাবাব,ও অন্যান্য কর্মকর্তারা ।
মাদারীপুর জেলা ও উপজেলার সকল ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী ও বাস্তবভিত্তিক করতে এই সেমিনার বিশেষ গুরুত্ব বহন করে।

সভায় জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি সিরাজগঞ্জের ছেলে বলে পরিচয় দিতে চাই না,বরং মাদারীপুরের সন্তান হিসেবে এই জেলার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা অপরিহার্য। তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ, গুজব নিরসন, ভোটারদের সচেতন করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।

সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রসঙ্গে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার বিশেষভাবে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা ও প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, দেশে যেমন নির্বাচনী প্রযুক্তি ও ব্যবস্থাপনায় উন্নয়ন হয়েছে, তেমনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও ভবিষ্যতে আরও সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে।

সভায় বক্তারা নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বাড়াতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষ অংশে জেলার প্রশাসনিক কর্মকর্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রশাসন, নির্বাচন কমিশন এবং গণমাধ্যম—এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টাই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মূল শক্তি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com