1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা,নবাগত পুলিশ সুপারের । - Madaripur Sangbad 24
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০৮|

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা,নবাগত পুলিশ সুপারের ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোঃ জসীম মিয়া
মাদারীপুর

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক এর সাথে স্থানীয় গণমাধ্যম কর্মিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নবেম্বর) বিকেল ৪টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায়, চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের বিষয়, মানবপাচার, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডা, চলমান মামলায় দ্রুত আসামীদের গ্রেপ্তারসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপারগন ও জেলার সকল থানার ওসিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় নবাগত পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক বলেন, মাদারীপুরে আজ প্রথম কর্মদিন, গণমাধ্যম কর্মিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও মাদারীপুরেও তা করা হবে। সকলের উর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমান করবো। যা এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। তিনি বলেন, জরুরি হলে ফোন অথবা ম্যাসেজ করতে পারবেন। এবং সরাসরি অফিসে এসে আমাদের কাছে এসে সকল ধরনের সহযোগিতা নিতে পারবেন। আমরা আপনাদের সাথে রেখে জনগণকে সহযোগিতা করবো। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে উপস্থিত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের মতামত ও পরামর্শ বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রতি দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com