
মোঃ জসীম মিয়া
মাদারীপুর ।
মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুমে এর নেতৃত্বে জেলা পুলিশ। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম জানায়, একটি ভ্যানগাড়িতে বিশেষভাবে মোড়ানো বেশ কয়েকটি বস্তায় নিষিদ্ধ পলিথিন পরিবহন করা হচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে নিষিদ্ধ পলিথিনের বস্তাগুলো জব্দ করা হয় এবং অবৈধ পলিথিন বহনকারী ভ্যানচালকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি বলেন, আমি ভ্যান চালক
এই পলিথিনের মালিক আজিজুল, মাদারীপুর পুরান বাজারে আজিজুলের গোডাউন আছে।
জব্দ করা পলিথিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোঃ মাসুম।
তিনি আরো বলেন,পরিবেশদূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।