মোঃ জসীম মিয়া
মাদারীপুর ।
আজ শনিবার (৯ আগস্ট) রাতে জেলা শহরের সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মফস্বলে কাজ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত ক্ষমতাশালী মহলের হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তবুও তারা দমে না গিয়ে সত্য উদঘাটন করে মানুষের সামনে তুলে ধরছেন। দেশে সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে, যার ফলেই, দৈনিক প্রতিদিনের কাগজ এর সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—দৈনিক মানবজমিন পত্রিকার মাদারীপুর প্রতিনিধি অলিউর রহমান কাজল, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন–এর জেলা প্রতিনিধি বেলাল রিজভী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বণিক বার্তার জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিক, দৈনিক দিনকাল–এর গাউছ-উর রহমান, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মো. নাজমুল হক, ঢাকা টুডের এমদাদ খান, দৈনিক কালবেলার কে. এম. রাশেদ কামাল, আনন্দ টেলিভিশন–এর ম. ম. হারুন, দি ইভিনিং নিউজ–এর সালাউদ্দিন, নাগরিক টেলিভিশন–এর রাকিব হাসান ও দৈনিক প্রতিদিনের কাগজ–এর জেলা প্রতিনিধি মোঃ জসিম মিয়া প্রমুখ।