1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু । - Madaripur Sangbad 24
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১:০০|

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ার বেপারী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সারে আটটার দিকে এই ঘটনা ঘটে। সরোয়ার বেপারী মাদারীপুর পৌর শহরের ১ নং শকুনি এলাকার মৃত আব্দুল কাদের ব্যাপারীর ছেলে। মাদারীপুর সরকারি কলেজের অফিস সহায়ক ছিলেন তিনি।
অন্য মটরসাইকেলে থাকা নিহত সরোয়ার বেপারীর এক বন্ধু বলেন, সন্ধ্যার সময় আমরা তিনটি মোটরসাইকেল নিয়ে কবিরাজপুরে বিদেশ সংক্রান্ত পাওনা টাকা চাইতে যাই। কবিরাজপুরে পৌঁছালে রাস্তার মোড়ে সরোয়ারের মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সাথে ধাক্কা লাগে। আমরা সাথে সাথে সরোয়ারকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সারোয়ারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরোয়ারের মোটরসাইকেলের পিছনের সিটে বসা আজাদ (৪০) নামে আরেক যুবক আহত হন।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুূদ খান বলেন, হাসপাতাল থেকে আমরা খবর পেয়েছি সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছে। কারো কোন অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com